Sylhet Today 24 PRINT

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সিলেট বিবেকের উদ্যোগে বড়লেখায় বস্ত্র বিতরণ

বড়লেখা প্রতিনিধি  |  ২০ অক্টোবর, ২০২০

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা হয়েছে। সিলেট বিবেকের উদ্যোগে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বড়লেখা পৌর শহরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহালে এই অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত। ডা. মুক্তা লাল বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিবেকের সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস।

স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিলেট বিবেকের সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, কোষাধ্যক্ষ অধ্যাপক অনবীর রায় ও সহ কোষাধ্যক্ষ এপেক্সিয়ান জ্ঞানেন্দ্রে ধর রুমু, নির্বাহী সদস্য স্বপন পাল চৌধুরী ও নিরঞ্জন চন্দ্র চন্দ, সিলেট বিবেকের আজীবন সদস্য ডা. প্রণব কুমার দলপতি, আজীবন সদস্য ব্যবসায়ী শশাংক দত্ত রাজু, আজীবন সদস্য ব্যবসায়ী উজ্জ্বল ঘোষ, দৈনিক ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহালের সভাপতি কৃপাসিন্ধু দত্ত প্রমুখ।

সিলেট থেকে অনুষ্ঠানে মুঠোফোনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সিলেট বিবেকের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস। এ অনুষ্ঠানে সিলেট বিবেকের সদস্য হয়েছেন সমাজসেবক ডা. মুক্তালাল বিশ্বাস, ব্যবসায়ী বিধান দেব, অজয় দেব ও সুজিত দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.