Sylhet Today 24 PRINT

আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারতে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২০ অক্টোবর, ২০২০

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক, বিটিভির সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এছাড়া জেলা প্রেসক্লাবের তিনদিনের শোক কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে মঙ্গলবার ক্লাব কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির শেষ দিন বুধবার বাদ জোহর নগরীর রায়নগর ৪৫/বি মিতালী আবাসিক এলাকার মারকাজুল কোরআন মাদ্রাসা ও  এতিমখানায় খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ২টার দিকে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারতে যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি কবর জিয়ারত এবং রূহের মাগফেরাত কামনা করেন। এসময় তাঁর সাথে ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, সাবেক আহ্বায়ক সালাম মশরুর, প্রেসক্লাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাব সদস্য ছামির মাহমুদ, শফিকুর রহমান চৌধুরী, মঞ্জুর হোসেন খান, রায়হান উদ্দীন, আশরাফ চৌধুরী রাজু, সুলতান সুমন, আবদুল আহাদ, মখলিছুর রহমান মখলিছ প্রমুখ।

এদিকে, জেলা প্রেসক্লাব ঘোষিত তিনদিনের কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবার বাদ জোহর ক্লাব কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নূরুল ইসলাম।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, সাবেক আহ্বায়ক সালাম মশরুর, প্রেসক্লাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সাবেক সহ সভাপতি মঈন উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, দৈনিক শুভপ্রতিদিনের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, দৈনিক সিলেট মিররের যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, দৈনিক একাত্তরের কথার মফস্বল সম্পাদক আনন্দ সরকার, ক্লাবের ক্রীড়া সম্পাদক ওলিউর রহমান, নির্বাহী সদস্য সুব্রত দাস, সিলেট বেতারের শফিকুর রহমান চৌধুরী, ক্লাব সদস্য রায়হান উদ্দিন, মনজুর হোসেন খান, আশরাফ চৌধুরী রাজু, রনজিত সিংহ, সুলতান আহমদ সুমন, আবদুল আহাদ, লুৎফুর রহমান, মিঠু দাস জয়, মামুন হোসেন, জিকরুল ইসলাম, যুবলীগ নেতা কবীরুল ইসলাম কবীর, তরুণ উদ্যোক্তা শাকিল জামান, বাংলাভিউ’র ক্যামেরাপার্সন মোজাম্মেল হক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.