Sylhet Today 24 PRINT

ছাতকে ইউপি সদস্য পদে ইভিএমে ভোট

ছাতক প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলার মধ্যে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে এ উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ১৬৯৭ ভোটের মধ্যে ১১৮৬টি ভোট প্রয়োগ করেন ভোটাররা। প্রার্থী ছিলেন পাঁচজন। গণণা শেষে ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হন সুজন মিয়া (মোরগ)। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলক শামন্ত (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ৩৭০ ভোট, তালা প্রতীক নিয়ে আশকর আলী ২৭০, ফুটবল প্রতীক নিয়ে হেলিম উদ্দিন ৭২ ও বৈদ্যুতিক পাখা প্রতীকে আলাল হোসেন পেয়েছেন ৪৮টি ভোট।

জাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, ছাতক উপজেলা সমাজসেবা অফিসার শাহ মো. শফিউর রহমান।

এছাড়া থানার এসআই ইমতিয়াজ সরকার, এসআই মইন উদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ ও আনছার বিডিবি সদস্যরা দায়িত্ব পালন করেন। দুপুরে ছাতক-দোয়ারার সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন ভোট কেন্দ্রটি পরিদর্শন করেন।

প্রসঙ্গত, ৬নং ওয়ার্ডের মেম্বার কৃপেশ চন্দ্র দাশ গত ৫ মে মারা যাওয়ার পর ২০ অক্টোবর এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.