Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে দুই ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত সাড়ে আটটায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসীম বেসরকারিভাবে এই দুই ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন।

উপজেলার ২ নং ভূনবীর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রশীদ ৬ হাজার ৪৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. কাওসার আহমেদ সিএনজিচালিত অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৪ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চশমা প্রতীকে ২৭৮৩ ভোট, মো. জলিল মাহমুদ আনারস প্রতীকে ১ হাজার ৫৪৭ ভোট ও মোল্লা কবির আহমেদ মোটরসাইকেল প্রতীকে ৭৭৮ ভোট পেয়েছেন।

অন্যদিকে একই উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মো. সুফি মিয়া ৬ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অপূর্ব চন্দ্র দেব। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৪৬৬টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.