Sylhet Today 24 PRINT

যাদুকাটা নদী থেকে জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রি

তাহিরপুর প্রতিনিধি  |  ২১ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে মোবাইল কোর্ট কর্তৃক জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়েছে। নিলামে উপস্থিত মোট ২৬জন দরদাতা ছিলেন।

বুধবার(২১ অক্টোবর) দুপুরে তাহিরপুর থানা চত্বরে প্রকাশ্য নিলামের মাধ্যমে বালু বিক্রি করা হয়।

জানা যায়, সম্প্রতি উপজেলায় বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে সরকারী নির্দেশনা অমান্য করে অবৈধভাবে সংঘবদ্ধ বালু খেকো সিন্ডিকেট বালু উত্তোলনের সময় মোবাইল কোর্ট পরিচালনা করে নৌকাসহ বালু জব্দ করে। জব্দকৃত বালু নিলামে বিক্রির জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। বুধবার উপস্থিত মোট ২৬জন দরদাতার মধ্যে সোহেল মিয়া সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হওয়ায় (১৩৪৪০০/- ভ্যাট +আয়কর সহ) নিলাম প্রাপ্ত হন।

নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সৈয়দ আমজাদ হোসেন, তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার প্রমুখ।

নিলাম কার্যক্রম পরিচালনা তাহিরপুর সদর ইউনিয়ন ভূমি অফিসের (ভারপ্রাপ্ত) ULAO করেন মো. রুহুল আমীন।

উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সৈয়দ আমজাদ হোসেন জানান, বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রের অনুকূলে জমা প্রদান করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্টের অনুরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.