Sylhet Today 24 PRINT

বড়লেখায় পূজামণ্ডপে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার

বড়লেখা প্রতিনিধি  |  ২৩ অক্টোবর, ২০২০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখার বিভিন্ন পূজামণ্ডপে মিষ্টি ও ফল উপহার পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পৌরসভার হাটবন্দ শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে পুলিশ সুপারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

শুভেচ্ছা উপহার প্রদানকালে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায়, পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত পাল, হাটবন্দ শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের পূজা কমিটির সভাপতি সুজিত দেবনাথ, মন্দির কমিটির কমিটির সভাপতি কৃপেশ দেব নাথ, সাধারণ সম্পাদক স্বপন দেব নাথ, শিক্ষক সঞ্জিত দেব নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপহার প্রদান শেষে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

অপরদিকে দক্ষিণভাগ দেবস্থলি পূজামণ্ডপে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার প্রদানকালে অন্যদের মাঝে দেবস্থলি পূজামণ্ডপ কমিটির সভাপতি বিমল কুমার দেব ও স¤পাদক সুব্রত কুমার দাস, সাংবাদিক আব্দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবছর বড়লেখা উপজেলায় ১২৯টি মণ্ডপে সার্বজনীন ও ১৩টি মণ্ডপে ব্যক্তিগতভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.