Sylhet Today 24 PRINT

সিলেটের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক জাকিয়া সুলতানা আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০২০

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগের প্রাক্তন প্রধান, অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা আর নেই। শুক্রবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোশাহিদ ঠাকুরের সহধর্মিনী। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শুক্রবার বাদ এশা হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নামাজে জানাজা শেষে দরগাহ গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এদিকে, অধ্যাপক ডা. জাকিয়া সুলতানার মৃত্যুতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাগীব আলী এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ গভীর শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.