Sylhet Today 24 PRINT

সিলেটের ১১৬ পূজা মণ্ডপে কাজ করছে আনসারের ১৩ দল

সিলেটটুডে ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০২০

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও কাজ করে থাকেন। সুষ্ঠু ও সুন্দরভাবে এবং যে কোন উদ্ভট পরিস্থিতি মোকাবেলায় তারা ২৪ ঘণ্টাই সার্বক্ষণিক কাজে নিয়োজিত রয়েছেন।

এবারের দুর্গাপূজায় সিলেট সদর উপজেলার ১১৬টি পূজা মণ্ডপে ১৩টি চৌকস দলের ১৩০ জন সদস্য সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান রেখেছেন।

এব্যাপারে সিলেট সদর উপজেলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা স্বরূপ বিশ্বাস জানান, সরকারের নির্দেশনানুযায়ী স্বাস্থ্য বিধি মেনে আমাদের চৌকস টিমের সকল সদস্য বৃষ্টি উপেক্ষা করেও তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সকলকে স্বাস্থ্য বিধি মেনে পূজা মÐপ পরিদর্শন করার জন্য দর্শনার্থীদের আহবান জানান।

তিনি আরও বলেন, আমাদের চৌকস টিমের সকল সদস্যদের ২০ মিনিট পর পর বিভিন্ন পূজা মণ্ডপ টহল দিচ্ছেন। সিলেট জেলা কমান্ডারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও হেড কোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার রাখা হয়েছে এবং যেকোনো উদ্ভট পরিস্থিতি মোকাবেলায় আমাদের এই চৌকস দল সর্বদা প্রস্তুত রয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.