Sylhet Today 24 PRINT

শাবির অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরীর উপর হামলা, থানায় মামলা দায়ের

শাবি প্রতিনিধি |  ২৪ অক্টোবর, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অবসরপ্রাপ্ত সিনিয়র নিরাপত্তা প্রহরী মো. ফয়েজ উল্লাহ ও তার দুই ভাগনার উপর পারিবারিক শত্রুতার জের ধরে হামলা করেছে সিলেটের বিশ্বনাথের দূর্বৃত্তরা ।

গত ১৯ অক্টোবর আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে সিলেটের বিশ্বনাথ থানার রামপাশা বাজারস্থ তিনভাই রেস্টুরেন্টের ভিতর এ হামলার ঘটনা ঘটে। এসময় ফয়েজ উল্লাহসহ তার ভাগনা ছাইদুর রহমান ও সাইফুর রহমান এ হামলার শিকার হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে গত ২২ অক্টোবর বিকালে বিশ্বনাথ থানার রামপাশা এলাকার মো. ছায়েদ আলম (৪০) ও রাজা আলম (২৫) সহ ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে সিলেটের বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন আহত ফয়েজ উল্লাহর স্ত্রী শামছুন্নাহার বেগম। মামলা নং-১৫।

আসামিরা একই গ্রামের পাশাপাশি এলাকার বাসিন্দা। তারা এলাকাতে অহেতুক লোকজনকে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে বলে অভিযোগ বাদী পক্ষের।

এ বিষয়ে আহত ফয়েজ উল্লাহর ছোট ছেলে শাকিল আহমেদ বলেন, পারিবারিক ঝামেলার পূর্বসূত্রের জের ধরে তারা পরিকল্পিতভাবে তারা এ হামলা চালিয়েছে। তারা আমার বাবার প্রাণ নাশের উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। তারা ধারালো ও ভোতা দেশি (দা, লোহার রড ও লাঠিসোটা) অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আমার বাবা রক্তাক্ত ও গুরুতর আহত হন। এসময় বাবার সাথে থাকা দুই খালাতো ভাইও আহত হয়েছে। এছাড়া তারা উক্ত রেস্টুরেন্ট থেকে প্রায় ২০ হাজার টাকা ও ৩০ হাজার টাকা সমমূল্যের জিনিস ভাংচুর করে তারা।

শাকিল আহমেদ আরও বলেন, বাবাকে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে তৎক্ষণাৎ ভর্তি করা হয়। বাবার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় ৩টি সেলাই দিতে হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। এ দিকে ঘটনাটি নিয়ে পরিবারের অন্য সদস্যদের প্রাণ নাশের আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

মামলায় নিযুক্ত তদন্তকারী বিশ্বনাথ থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘গতকাল একটি মামলা দায়ের হয়েছে এ ঘটনায়। বিষয়টি নিয়ে এখনো তদন্ত হয় নি। তবে শীঘ্রই বিষয়টি নিয়ে তদন্ত হবে।’

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা বলেন, ‘এ ঘটনায় একটি মামলা এজহারভুক্ত হয়েছে। তদন্ত কর্মকর্তা বিষয়টি তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বিকালে সিলেটের বিশ্বনাথ থানাধীন রামপাশা বাজার পয়েন্টে তিনভাই রেস্টুরেন্টে জনসম্মুখে হত্যার উদ্দেশ্যে ধারালো ও ভোতা অস্ত্র দিয়ে ফয়েজ উল্লাহ ও তার দুই ভাগনার উপর হামলা হয়। যার প্রেক্ষিতে হত্যার উদ্দেশ্যে হামলা, চুরি, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে এ মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.