Sylhet Today 24 PRINT

‘মা দুর্গার মত নারীদেরও সম্মান করতে হবে’

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৫ অক্টোবর, ২০২০

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, মা দুর্গা একজন নারী। তাকে যেভাবে আমরা সম্মান করি ঠিক সেভাবেই নারীদেরকেও সম্মান করতে হবে। 

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শকালে এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আমাদের দেশে আমরা ধর্ম যার যার পালন করলেও ধর্মীয় উৎসবগুলো সবাই মিলে আমরা পালন করি৷ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এটা বারবার প্রমাণিত। এবারে করোনা ভাইরাসের কারণে পূজা উৎসব হচ্ছে না। ছোট পরিসরে পূজা উদযাপন করা হচ্ছে। তাই সকলকে স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপন করতে হবে।

তিনি উপজেলার ছিটা ফুলবাড়ি সার্বজনীন পূজামণ্ডপ, ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য দেব সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সাথে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস।

এসময় পৃথক স্থানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত ক্রান্তি দাস, ঢাকাদক্ষিণ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি, দুলাল সেন, সহ সভাপতি বিদ্যুৎ ভূষণ দেব, সাধারণ সম্পাদক মিটুন দেব মঞ্জু, সহ সাধারণ সম্পাদক লিটন বিশ্বাস, উপদেষ্টা মনোজ ক্রান্তি দে, সহ সাধারণ রাজিব দেব টিটু দেব, কোষাধ্যক্ষ বাবলু ভূষণ দেব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.