Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০২০

সারাদেশেরে ন্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিজয়া দশমীতে বিকাল থেকে উপজেলার ১৩৯টি সার্বজনীন প‚জা মণ্ডপ ও ১১টি ব্যক্তিগত পূজা মণ্ডপের প্রতিমা ধলাই, লাঘাটা, ক্ষরিণী নদীসহ বিভিন্ন জলাশয় ও পুকুরে বিসর্জন দেয়া হয়।

এদিকে কমলগঞ্জ উপজেলা সদরে বিভিন্ন পূজা মণ্ডপের ভক্তরা তাদের প্রতিমা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ ধলাই নদীর ব্রিজ, লাঘাটা নদীসহ বিভিন্ন পুকুরে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি করেন।

পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা উপজেলা প‚জা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.