Sylhet Today 24 PRINT

রাজনের বাবার কান্নায় ভারি আদালত চত্বর

নিজস্ব প্রতিবেদক |  ২৭ অক্টোবর, ২০১৫

ছেলের হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হওয়ার পরপরই কান্নায় ভেঙ্গে পড়ের শিশু সামিউল আলম রাজনের বাবা শেখ আজিজুর রহমান। তারঁ কান্নায় মূহূর্তেই ভারি হয়ে উঠে আদালত চত্বর। স্বজনসহ উপস্থিত অনককেই এসময় তাকে স্বান্তনা দিতে দেখা যায়।

রাজন হত্যা মামলার রায় ৮ নভেম্বর ঘোষিত হবে। আজ দুপুর আড়াইটায় মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা রায়ের তারিখ নির্ধারণ করেন। আইনজীবীদের মুখে রায়ের তারিখ শোনার পরই কন্নায় ভেঙ্গে পড়েন শেখ আজিজুর রহমান। আদালতের বারান্দায় বসে পড়ে হাউমাউ করে কান্না শুরু করেন তিনি। রাজনের বাবার কান্না দেখে উপস্থিত অনেককেও এসময় চোখ মুছতে দেখা যায়।

আজিজুর রহমানের বড় ছেলে রাজন। গত ৮ জুলাই চোর অপবাদ দিয়ে বর্বরোচিত নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়।

রায়ের তারিখ ঘোষণার পর আবেগতাড়িত শেখ আজিজুর রহমান কান্নাজড়িত কণ্ঠে ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.