Sylhet Today 24 PRINT

মাস্ক পড়ায় অনীহা : বরিশালে ১১ পথচারীকে জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০২০

শীতে করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে মাস্ক  ব্যবহার অপরিহার্য হলেও অনেকেই তা মানছেন না। অনেকেই মাস্ক পকেটে রেখে চলাফেরা করছেন।

আর জনসাধারণকে মাস্ক ব্যবহার নিশ্চিত করার ‘নো মাস্ক নো সার্ভিস’ এই প্রত্যয় নিয়ে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে নগরীর বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১২টা থেকে শুরু হওয়া এই অভিযানে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে এবং পথচারীদের সচেতন করা হয়।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানগুলোতে টাঙিয়ে দেয়া হয় সচেতনতামূলক ব্যানার ‘নো মাস্ক নো সার্ভিস’।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ও মো. আবদুল হাই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করায় ১১ জন পথচারীকে পাঁচ হাজার ছয়শ’ টাকা জরিমানা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.