Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জে পাখি শিকারিকে পালাতে সহযোগিতার দায়ে কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি |  ২০ নভেম্বর, ২০২০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাখি শিকারিদের পালিয়ে যেতে সহযোগিতার দায়ে হিরণ মিয়া নামে (৪০) এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান খান।

দণ্ডপ্রাপ্ত হিরণ মিয়া উপজেলার শিবপাশা এলাকার পশ্চিমভাগ গ্রামের তমজিদ আলীর ছেলে।

তিনি জানান, ক্রেতা সেজে শুক্রবার সকালে আজমিরীগঞ্জ-বানিয়াচং সীমান্তের বনগজ এলাকায় পাখিসহ শিকারীদের ধরতে অভিযান চালানো হয়। এ সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে হিরণ মিয়া পাখি শিকারিদের পালিয়ে যেতে সহায়তা করে এবং সরকারি কাজে ইচ্ছাকৃতভাবে বাঁধা প্রদান করে।

এ অপরাধে হিরণ মিয়াকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এ সময় পাখি শিকারের ফাঁদ ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত বেশ কয়েকটি পাখি খোলা আকাশে ছেড়ে দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.