Sylhet Today 24 PRINT

সুবিপ্রবি আইন সংসদে পাস, জেলা আ.লীগের আনন্দ শোভাযাত্রা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন জাতীয় সংসদে পাস হওয়ায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

শনিবার (২১ নভেম্বর) বেলা ৩টায় জেলা শহরে এ আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের হোসেন বখত চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মতিউর রহমানের সভাপতিত্বেও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়সহ দলীয় নেতৃবৃন্দ।

পরে শহরের বখত চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নানা বাদ্য-বাজনা নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন উপজেলা থেকেও নেতৃবৃন্দ এতে অংশ নেন।

সমাবেশে দলীয় নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত হাওরবাসীকে উপহার দিয়েছেন। সঠিক জায়গায়ই বহুল প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়টি নির্মাণ হবে এবং শিক্ষার আলো ছড়াবে। সারা দেশের মত সুনামগঞ্জের উন্নয়নেও প্রধানমন্ত্রীর নজর আছে। আমরা সুনামগঞ্জবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

বক্তfরা আরও বলেন, সুনামগঞ্জের কৃতি সন্তান প্রয়াত আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেন গুপ্ত, রইছ উদ্দিন আহমদসহ নেতারা আগেও সুনামগঞ্জের উন্নয়নে চেষ্টা করে গেছেন। সেসময় দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেই উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। বর্তমানে অবস্থা অনেক ভালো, সেজন্য চারদিকে উন্নয়নের জোয়ার বইছে, প্রধানমন্ত্রীর নির্দেশে জেলার সাংসদরা উন্নয়ন করছেন, জেলা আওয়ামী লীগ তাতে সহাযোগিতা করছে। জেলা আওয়ামী লীগের দাবি, যেখানে জনগণের সুবিধা হয় এমন জায়গাই যেন স্থাপনাগুলো তৈরি হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমদ, অ্যাডভোকেট শফিকুল আলম, রেজাউল করিম শামীম, সাবেক পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক শংকর দাস, সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা সুবির তালুকদার বাপ্টু জেলা আওয়ামী লীগ নেতা শাহ আবু নাসের, দফতর সম্পাদক নূরে আলম ছিদ্দিকী উজ্জ্বল, জেলা পরিষদ সদস্য আবুল আজাদ রুমান, আ.লীগ নেতা রশিদ বখত নজরুল, ধর্মবিষয়ক সম্পাদক মফিজুল হক, সদস্য আতিকুল ইসলাম আতিক, হাসান মাহবুব সাদী, শামীম আখঞ্জি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান সেলিম, সদর আ.লীগের সেক্রেটারি মোবারক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.