Sylhet Today 24 PRINT

জুড়ীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

জুড়ী প্রতিনিধি  |  ২১ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থী ও ২০১৯ সালে প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠান এই সংবর্ধনার আয়োজন করে।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পারিজাত চদ্রাননা অর্চি। শাহনাজ পারভীন মুন্নী ও আব্দুল্লাহ আল মাহির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুল ইসলাম কাজল, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুুল কাদির দারা, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাংবাদিক বদরুল ইসলাম, দিগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত আবিদা উলফাৎ আরা নোমা, নিপা আক্তার, মুস্তাফিজুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক নিশু রানী দে, মেডিকেল কলেজ অ্যাম্বাসেডর পল্লব দাশ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক স্বাগত মালাকার, সংগীত বিষয়ক সম্পাদক বনশ্রী দাশ প্রমা, কার্যনির্বাহী সদস্য তামিম জামান।

সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.