Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে চোরাইকৃত চাপাতা উদ্ধার : আটক ২

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২২ নভেম্বর, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই সিএনজি অটোরিকশা বোঝাই করে চোরাইকৃত চাপাতা নিয়ে যাওয়ার সময় উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এসময় ২জনকে আটক করা হয়।

রোববার (২২ নভেম্বর) গোপন সংবাদদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এস আই কমলা কান্তের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হাসপাতাল সড়কে এক অভিযান চালায়। অভিযানে ৪৩০ কেজি চোরাই চা-পাতা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চোরাইকৃত চাপাতা সিএনজি অটোরিকশা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। যার বাজার মূল্য এক লক্ষ ঊনত্রিশ হাজার টাকা। চোরাই মালামাল বহন কাজে ব্যবহৃত দুইটি সিএনজি অটোরিকশাও আটক করে পুলিশ। এসময় চা পাতা পাচারের অপরাধে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রমাপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. মোতাব্বির (২৯) ও মাধবপুর উপজেলার কড়রা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মো. রফিক মিয়াকে (৪৫) আটক করে পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.