Sylhet Today 24 PRINT

বিদেশে না গিয়ে দেশে কৃষি বিপ্লবে অংশ নেওয়ার আহ্বান সাংসদ মানিকের

ছাতক প্রতিনিধি |  ২২ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের ছাতকে জহির ভাঙ্গা বসন্তপুর ও মঈনপুর চাতল বিল উপ-প্রকল্প বাস্তবায়নে ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, কৃষি বিপ্লবের মাধ্যমে দেশকে খাদ্যে নির্ভরশীলতা আনতে সরকার নিরলস কাজ করছে। শিক্ষিত যুব সমাজকেই এ কাজে এগিয়ে আসতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে অথৈ সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে না গিয়ে অপার সম্ভাবনাময় এ দেশে কৃষি বিপ্লব ঘটিয়ে নিজের, সমাজে ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব।

জাইকার অর্থায়নে এ দেশে বহু প্রকল্প বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে এমপি মানিক বলেন, জহিরভাঙ্গা বসন্তপুর ও মঈনপুর চাতল বিল উপ-প্রকল্প বাস্তবায়িত হলে অত্র অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে। প্রকল্প দুটিকে রক্ষণাবেক্ষণের মাধ্যমে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে এ অঞ্চলের মানুষের। দারিদ্র বিমোচন ও আত্মনির্ভশীলতা করাই এ প্রকল্পের মুল লক্ষ্য।

রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাইকার আর্থিক সহায়তায়, স্থানীয় সরকার অধিদপ্তরের ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)’র আওতায় ছাতকের দোলারবাজার ইউনিয়নের জহির ভাঙ্গা বসন্তপুর ও মঈনপুর চাতল বিল উপ-প্রকল্প বাস্তবায়নে ত্রি-পক্ষীয় স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলমের সভাপতিত্বে ও এলজিইডি ছাতকের উপ-সহকারী প্রকৌশলী রজত কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট বিভাগে দায়িত্বরত জাইকার প্রাতিষ্ঠানিক বিশেষজ্ঞ হাবিবুর রহমান, দোলারবাজার ইউপি চেয়ারম্যান সায়েস্থা মিয়া প্রমুখ।

সভা শেষে ত্রিপক্ষীয় চুক্তিতে পৃথক স্বাক্ষর করেন সরকারের পক্ষে এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান সায়েস্থা মিয়া জহির ভাঙ্গা বসন্তপুর প্রকল্পে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি রফিক উদ্দিন ও মঈনপুর চাতল বিল প্রকল্পে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি এনামুল হক।

এসময় ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, এলজিইডি ছাতকের জেনারেল ফ্যাসিলিটেটর সুলতান আহমদ, সোসিয়েলিষ্ট বেলাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আকলুছ আলী, জহির ভাঙ্গা বসন্তপুর ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুজন মিয়া, মঈনপুর চাতলবিল ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সহ সভাপতি তাজুদ মিয়া, ইউপি সদস্য আবুল খয়েরসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.