Sylhet Today 24 PRINT

গুণগত মান ও টেকসই উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সিসিক: মেয়র আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০২০

সড়ক প্রশস্তকরণ, ড্রেন ও ফুটপাত নির্মাণ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় মেয়র বলেন, কাজের গুণগত মান ও টেকসই উন্নয়নে গুরুত্ব দিচ্ছি আমরা। নিয়মিত সিসিকের কর্তব্যরত কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করছেন।

রোববার (২২ নভেম্বর) নগরী চৌহাট্টা-দরগা গেইট-আম্বরখানায় সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে উন্নয়ন কাজ পরিদর্শন করেন সিসিক মেয়র।

এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী আরও বলেন, নগরের সড়কগুলো প্রশস্তকরণের কাজে রাস্তার পাশের জমির মালিকগণ সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। তাদের দানশীল ভূমিকায় নগরের সড়কগুলো অনেক প্রশস্ত হয়েছে। চলমান প্রকল্পগুলো কাজ সমাপ্ত হলেই এর সুফল পাবেন নগরবাসী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাঠোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.