Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বর্ডার হাট পরির্দশনে ভারতীয় সহকারী হাই কমিশনার

তাহিরপুর প্রতিনিধি  |  ২৪ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে নির্মাণাধীন বর্ডার হাট পরিদর্শন করেছেন, সিলেটে নবনিয়যুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জাসুয়াল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তে লাউড়েরগড় সাহিদাবাদ এলাকায় নির্মাণাধীন বর্ডার হাট পরিদশন করে সার্বিক খোঁজ খবর নেন। এসময় তিনি দায়িত্বশীলদের দ্রæত কাজ শেষ করার তাগিদ দেন। পরে তিনি রাজাই এলাকায় অদৈত্য মহাপ্রভুর মন্দির পরিদর্শন করেন।

এসময় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, সিলেট ভারতীয় হাই কমিশন দ্বিতীয় সচিব টি জি রমেশ, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ¥াসন সিংহ,উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ আমজাত হোসেন, ওসি তদন্ত শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইকবাল, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, সাংবাদিক পঙ্কজ দে, আলম সাব্বির, জসিম উদ্দিন, বিল্লাল, আব্দুল মোতালিব, সাবু মিয়া, আজিম উদ্দিন, আক্কাছ উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এরপূর্বে সকালে ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জাসুয়াল সুনামগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ পুলিশ সুপার, সিও বিজিবি, এডিসি শিক্ষা, এনডিসির সাথে মতবিনিময় করেন।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল জানান, তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সাহিদাবাদে বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে নির্মাণাধীন বর্ডার হাট, জনস্বার্থে শীঘ্রই চালু করার লক্ষ্যে সিলেটে নবনিয়যুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জাসুয়াল নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। বর্ডার হাটটি দুই দেশের ব্যবসা বানিজ্যের প্রসার করবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.