Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে কৃষকের আমন ধান কেটে নেওয়ার অভিযোগ

জগন্নাথপুর সংবাদদাতা |  ২৫ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার এক কৃষকের ফলানো রোপা আমন ধান রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে সম্প্রতি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন জালালপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম।

লিখিত অভিযোগে কৃষক উল্লেখ করেন, জগন্নাথপুর পৌর এলাকার জালালপুর হাওরে প্রতি বছরের ন্যায় এবারো তার মালিকানা দুই কেদার জমিতে রোপা আমন আবাদ করেন। ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধ থাকায় একই গ্রামের সিরাজ মিয়া ও আলিফ মিয়া রাতের আঁধারে জোর পূর্বক তার রোপণ করা ধান কেটে নিয়ে যায়। খবর পেয়ে তিনি গিয়ে বাঁধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

কৃষক নুরুল ইসলাম বলেন, আমি একজন অসহায় দরিদ্র কৃষক। আমার রোপণকৃত জমির ফসল জোর পূর্বক কেটে নেওয়ায় নিরুপায় হয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন। আশা করছি সুষ্ঠু তদন্ত পূর্বক আমার রোপনকৃত ধান ফেরত পাব।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.