Sylhet Today 24 PRINT

আমরা আর কত মানববন্ধন করব?

সিলেটে গৃহবধূ তামান্না হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৬ নভেম্বর, ২০২০

সিলেট নগরীর উত্তর কাজীটুলায় স্বামীর হাতে নিহত গৃহবধূ তামান্না হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে সর্বস্তরের নাগরিকবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার পৌর শহর চৌমুহনীতে সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুন্না চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক ফাহিম আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তরুণ সংগঠক সিদ্দিক বিন এনাম। এসময় বক্তব্য দেন গোলাপগঞ্জ মাইক্রোবাস শাখার সভাপতি লায়েক আহমদ, সিএনজি অটোরিকশার সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য রাহেল আহমদ তালুকদার, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও স্বেচ্ছাসেবক পাঠশালার সভাপতি রুবেল আহমদ, গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সদস্য সচিব সাবের হোসেন নয়ন, সাংবাদিক ডিএইচ মান্না, ছাত্র নেতা রুম্মান আহমদ, রাজু আহমদ, মধ্য ঘোষগাঁও তরুণ প্রজন্মের সভাপতি মো. ফাহিম আহমদ।

পরিবারে পক্ষ বক্তব্য দেন নিহত সৈয়দা তামান্নার বেগমের বড় বোন সৈয়দা পান্না বেগম, খালোতা ভাই ইকবাল আহমদ। উপস্থিত ছিলেন নিহতের বড় ভাই সৈয়দ আনোয়ার হোসেন, বোন সৈয়দা ঝরনা বেগম, সৈয়দা সিমা বেগম, চাচা সৈয়দ মুজিব আলী, দুলাভাই সুহেল মিয়া, ভাগ্নি মোছাম্মদ তানজিনা আক্তার, ভাগনা সুহান মিয়া।

মানববন্ধনে নিহত তামান্না বেগমের বড় বোন সৈয়দা পান্না বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, সুখের আশায় আমার বোনকে মামুনের সাথে বিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার বোনকে তার স্বামী আল মামুন যৌতুকের কারণে হত্যা করেছে। এর সঙ্গে জড়িত মেঘনা লাইফ ইনস্যুরেন্সে কর্মরত শাহনাজ পারভীনসহ সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির অনুরোধ করেন।

বক্তারা বলেন, সিলেটে একেরপর এক ন্যক্কারজনক ঘটনা ঘটেই চলেছে। আমরা আর কত মানববন্ধন করব! কত মানববন্ধন করলে আমাদের মা-বোনরা খুন হবে না। এ ধরনের জঘন্যতম অপরাধ যাতে আর নায় সেজন্য তামান্না হত্যার সাথে যারাই জড়িত তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.