Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পুকুরে বিষ দিয়ে ৩ লাখ টাকার মাছ নিধন

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর সদরের দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগ করেছে। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার মাছ মারা গেছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার পৌরশহরের নূর মোহাম্মদের ছেলে সিজির মিয়ার পুকুরে প্রায় ৩লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন জাতের পোনা মাছের চাষ করেন। মাছগুলো কিছুদিন পরেই তারা বিক্রি করতেন। শনিবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে সব মাছ মরে ভেসে ওঠে।

পুকুরের মালিক সিজির মিয়া জানান, ‘এত বড় সর্বনাশ কে করল আল্লাহই জানেন। আমি পথে বসে গেলাম। এক সপ্তাহ পর মাছগুলো বিক্রি করলে সব টাকা উঠে আসত। শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করেন তিনি। এ পর্যন্ত তার হিসাব অনুযায়ী দুর্বৃত্তরা ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। তিনি এই ঘটনায় জগন্নাথপুর থানায় একটি জিডি করবেন বলেও জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.