Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মৎস্যজীবী সমিতিকে পাঁচটি ভ্যানগাড়ি প্রদান

জগন্নাথপুর প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যাগে মৎস্যজীবীদের মধ্যে মৎস্য পরিবহনের সুবিধার্থে অটো ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জহিরপুর মৎস্যজীবী সমিতির হাতে ৫টি ভ্যানগাড়ি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মৎস্য কার্মকর্তা আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম পেজ প্রজেষ্টের (এনএটিপি-২) এর আওতায় এআইএফ-২ এর মাধ্যমে অনুদানপ্রাপ্ত সিআইজির মাধ্যমে জহিরপুর মৎস্য সমবায় সমিতির হাতে ৫টি মৎস্য পরিবহনযোগ্য অটোভ্যান গাড়ি তুলে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.