Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বিভিন্ন অপরাধে ছয়জনকে জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে মাস্ক না পরায় ও লাইসেন্স বিহীন যানবাহন চালানোর অপরাধে ৬জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মিল্টন চন্দ্র পাল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানুষকে সচেতন করতে সন্ধ্যায় পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। এসময় মাস্ক না পরায় ও লাইসেন্স বিহীন যানবাহন চালানোর দায়ে ৬জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহায়তা করে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মিল্টন চন্দ্র পাল ৬জনকে ৩ হাজার টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.