Sylhet Today 24 PRINT

তাহিরপুর হাসপাতালে সরকারি এ্যাম্বুলেন্সের উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি |  ০২ ডিসেম্বর, ২০২০

হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সকালে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এস ময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. ইকবাল হোসেন, কৃষি অফিসার হাসান উদ দোলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব অনিমেষ পাল ভানু, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, বড়দল দক্ষিণ ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় এলাকাবাসী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. ইকবাল হোসেন জানান, ড্রাইভার না থাকায় জরুরী ভিত্তিতে কোন রোগীকে জেলা সদরে পাঠানো কঠিন ছিল। এখন আর কঠিন না সহজেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেওয়া উপহারের মাধ্যমে উপজেলা বাসী সেবা নিতে।           

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ই জানুয়ারিতে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জকে এ্যাম্বুলেন্সটি উপহার দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.