Sylhet Today 24 PRINT

বেতন বৈষম্য নিসরনের দাবিতে সিলেটে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক |  ০২ ডিসেম্বর, ২০২০

বেতন বৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন সিলেটে স্বাস্থ্য কর্মীরা।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে অবস্থান নিয়ে গত ২৬ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। বুধবারও (২ ডিসেম্বর) স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা।

আন্দোলনকারীরা এসময় বলেন, দীর্ঘ দিন থেকেই বেতন বৈষম্যর স্বীকার হয়ে আসছেন তাই বাধ্য হয়েই কর্মবিরতি পালন করছেন তারা। বার বার আশ্বাস্থ করেও তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়নি। এজন্য প্রধানমন্ত্রী কাছ থেকে এবার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত টানা কর্মবিরতি পালন করার ঘোষনা দেন স্বাস্থ্য কর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.