Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ পৌর নির্বাচন : আ’লীগের ৬ মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রে

গোলাপগঞ্জ প্রতিনিধি: |  ০৫ ডিসেম্বর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ৬ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলা কনফারেন্স হলে পৌর নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের নৌকার প্রার্থী যাচাই বাছাইয়ের লক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায়  আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ৬ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়।

মনোনয়ন প্রত্যাশী ৬ ন হলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি,  পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, পৌর আওয়ামী লীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের নৌকা উন্নয়নের প্রতীক। দেশ ও এলাকার উন্নয়ন চাইলে নৌকার বিকল্প নেই। সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, পৌর নির্বাচনে কোন ভাবেই  বিদ্রোহী প্রার্থী সহ্য করা হবে না।  দল এ ব্যাপারে  কঠোর অবস্থানে রয়েছে। দলের শৃঙ্খলার স্বার্থে যা করা প্রয়োজন সব করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনকে ধরে রাখতে হলে দলের শৃঙ্খলার কোন বিকল্প নেই। নেত্রীও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী,  সাধারণ সম্পাদক রফিক আহমদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন, সাবেক নির্বাহী সদস্য এডভোকেট আজমল আলী, সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল বারী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামছুল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদ,  ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা পৌর কাউন্সিলর, জহির উদ্দিন সেলিম, এম ফজলুল আলম।

এছাড়াও উপজেলা ও পৌর এবং বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.