Sylhet Today 24 PRINT

আজ চুনারুঘাট মুক্ত দিবস

চুনারুঘাট প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০২০

চুনারুঘাট শহীদ মিনার।

হবিগঞ্জের চুনারুঘাটের ইতিহাসে এক স্মরণীয় দিন ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে (হবিগঞ্জ জেলার অন্তগর্ত) চুনারুঘাট থানা মুক্ত হয়।

জানা গেছে, ১৯৭১ সালের ৫ ডিসেম্বর রাতে চুনারুঘাটের সীমান্ত এলাকা থেকে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তোরাব আলী খন্দকার, শামছুল হুদা, আব্দুল গফফারের নেতৃত্বে কয়েক শত মুক্তিযোদ্ধা উপজেলা শহরে পাকিস্তানী ক্যাম্পে আক্রমণ করেন। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ৬ ডিসেম্বর ভোরে পাকিস্তানিদের দোসর রাজাকার, আলবদর, আল শাম উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আস্তানা গুঁটিয়ে চুনারুঘাটের দিকে চলে আসে এবং পাকসেনারা শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়। প্রতিরোধের অগ্রভাগে ছিলেন মুক্তিযোদ্ধা সানু মিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিসিও, মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান সরকারসহ অসংখ্য মুক্তিযোদ্ধা।

এদিন সকালে তারা লাল-সবুজের পতাকা হাতে নিয়ে শহরে প্রবেশ করে জয়বাংলা শ্লোগানে মুখরিত করে তোলেন গোটা অঞ্চল এবং তৎকালীন সিও অফিসের সামনে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। এদিন থেকেই চুনারুঘাট থানাকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.