Sylhet Today 24 PRINT

বড়লেখায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক কর্মশালা

বড়লেখা প্রতিনিধি  |  ০৬ ডিসেম্বর, ২০২০

বড়লেখায় উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।

এতে উপজেলার ৫টি ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যানগণ, ইউপি সচিবগণ, গ্রাম আদালত সহকারী, হিসাব সহকারী ও ইউএনও অফিসের সিএ অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মরণ কুমার চক্রবর্তী।

গ্রাম আদালত সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন এভিসিবি প্রকল্পের ডিসিএ মো. কামাল হোসেন, ডিএফ মো. মাহবুব উল আলম।

সমাপনী সভায় মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, বর্ণি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.