Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিকারের মতবিনিময়

চুনারুঘাট প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের হোটেল, বেকারী ও ফাস্টফুট দোকানে দূষণমুক্ত পরিবেশ, পচা-বাসি খাবার পরিবেশন থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় করেছে হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হেসেন।

বক্তব্য রাখেন হবিগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী নেতা আলহাজ্ব সিদ্দিকুর রহমান মাসুক, শফিকুল ইসলাম শফিক, মনিরুজ্জামান আলমগীর, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ সারুয়ার জাহান প্রমুখ।

সভায় মিষ্টির প্যাকেটের ওজন ৮৫ গ্রামের মধ্যে থাকা, দই ও রসমালাইয়ের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, মূল্য এবং পরিমাণ স্পষ্টভাবে লেখা থাকা, কোনো ধরনের রং ব্যবহার না করা, জিলাপিতে হাইড্রোজ ব্যবহার না করার বিষয়ে আলোচনা হয়।

৩১ ডিসেম্বরের মধ্যে এ বিষয়গুলো সংশোধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.