Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ থেকে শতাধিক হাতবোমাসহ দুই শিবিরকর্মী আটক, পালিয়ে গেছে ‘মূলহোতা’

নিজস্ব প্রতিবেদক  |  ৩১ অক্টোবর, ২০১৫

সিলেটের ফেঞ্চুগঞ্জে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ককটেল ও জিহাদি বইসহ রুম্মন মিয়া (২০) ও  মোজাম্মেল হোসেন (২১) দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

রতভর অভিযান চালিয়ে শনিবার  ভোরে উপজেলার আশিগাঁও ও হাঁটুভাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়। তবে এসব বিস্ফোরক তৈরির মূলহোতা ইমরুল ইসলাম বকুল পালিয়ে যেতে সক্ষম হয়।

যুদ্ধাপরাধীদের রায় এবং অন্যান্য ইস্যুতে নাশকতার জন্য এসব বিস্ফোরক তৈরি ও জড়ো করা হচ্ছিল বলে ধারনা পুলিশের।

দুপুরে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধরের নেতৃত্বে শনিবার ভোররাতে প্রথমে অভিযান চালানো হয় আশিগাঁও গ্রামের রুম্মানের বাড়িতে।এসময় তাকে ৭টি ককটেল সহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার সকাল ৭টার দিকে অভিযান চালানো হয় পার্শ্ববর্তী হাঁটুভাঙ্গা গ্রামের অপর শিবির ক্যাডার মোজাম্মেলের বাড়িতে। এসময় পুলিশ মোজাম্মেলকে আটক করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরে তল্লাসি চালিয়ে ৯৪টি ককটেল, ২টি পাইপগান ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।  পলাতক বকুলসহ তাদের গডফাদারদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.