Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে বিল দখল নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক |  ৩১ অক্টোবর, ২০১৫

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে সংঘর্ষে কলেজ ছাত্র নিহতের একদিনের মাথায় এবার বিলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দু'জনই গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহতদের মধ্যে একজনের লাশ পাওয়া যায়নি। সংঘর্ষে আহত হয়েছেন আরো ১৫ জন।

আজ শনিবার বিকালে উপজেলার দুলাইন বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের বাসিন্দা আব্দুল খালিক (৫০) ও বিলের চৌকিদার সালদিঘি গ্রামের শেখ ফরিদ (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাইন বিলের দুই ইজারাদার তোরাব আলী ও কালা মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ইজারা নিয়ে বিরোধের জের গত বুধবার বিলের দখল নিয়ে গুলাগুলি হয়।

জানা যায়, শনিবার বিলের দখল নিতে যায় উভয় পক্ষ। ওই সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে একপক্ষ গুলিবর্ষন করে। গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে ১৫ জন আহত হন। এরমধ্যে আব্দুল খালিককে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। বিলের চৌকিদার ফরিদও মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার লাশ সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।

আহত ৬ জনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রুহুল আমিন জানান, ফরিদের লাশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে । তিনি আরো জানান, উপজেলার দুলাইন বিল নিয়ে সৃষ্ট বিরোধে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার কোম্পানীগঞ্জের ধলাই নদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র শামীম আহমদ ছোটন খুন হয়। এর একদিনের মাথায় বিলের দখল নিয়ে খুনোখুনির ঘটনা ঘটলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.