Sylhet Today 24 PRINT

হিজড়াদের মূল ধারায় নিয়ে আসতে হবে: অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ৩১ অক্টোবর, ২০১৫

নারী ও হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব শাইনিং পারসোনালিটি এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ্যাওয়ার্ড প্রদান করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি।

এ সময় তিনি বলেন, হিজড়াদের জন্য বিশেষ বরাদ্ধ রয়েছে। তাদেরকে মুল ধারায় নিয়ে আসতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নারী উদ্যোগ কল্যাণ সমিতির সভানেত্রী শাহিদা শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. আমির আজম খান, বিভাগীয় সভানেত্রী সুন্দরী হিজড়া, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ফয়জুর রহমান প্রমুখ।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.