Sylhet Today 24 PRINT

করোনায় মৌলভীবাজারের সাবেক সাংসদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০১ জানুয়ারী, ২০২১

পূর্ব পাকিস্থান প্রাদেশিক পরিষদের সদস্য, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের (সিলেট-১৪ মৌলভীবাজার-রাজনগর-কমলগঞ্জ একাংশ) আসনের সাংসদ তোয়াবুর রহিম আর নেই।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ৮টায় লন্ডনের চেরিংক্রস হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালে মারা যান।

এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা জটিল রোগে ভোগছিলেন। তোয়াবুর রহিম বাংলাদেশ প্রথম সংবিধানে স্বাক্ষর প্রদান করেছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৩ বছর। তিনি স্ত্রী, ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুরুতে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন পরিষদের সদস্য, পরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পূর্ব পাকিস্থান প্রাদেশিক পরিষদের সদস্য ও তৎকালীন গণ পরিষদের সদস্য এবং স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহ গ্রামে তোয়াবুর রহিমের জন্ম। নিজ এলাকায় তার বাবা সালামত মিয়ার নামে বিদ্যালয় প্রতিষ্ঠা করে পরিচালনা করার পাশাপাশি সমাজের জনহিতকর কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.