Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে কিশোরী অপহরণ: গ্রেপ্তার ১

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৯ জানুয়ারী, ২০২১

বিয়ানীবাজারের পল্লী থেকে ১৬ বছরের এক কিশোরী অপহরণ ঘটনায় জড়িত আলম আহমদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের বাড়ি বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামে।

এদিকে উদ্ধার হওয়া কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে ভর্তি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, আলম আহমদ একই গ্রামের বাসিন্দা হওয়ায় অপহৃত ভিকটিমকে প্রায়ই উত্যক্ত করতো। বৃহস্পতিবার ওই যুবক ভিকটিমের বাড়ি একা পেয়ে তাকে অপহরণ করে জকিগঞ্জে নিয়ে যায়। সেখানে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে নিয়ে ভিকটমকে জিম্মি করে রাখে সে। পরে বিয়ানীবাজার থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অহহরণকারীকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে আলম আহমদকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, অপহরণকারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে যুবকের পরিবার দাবি করেছেন, প্রেমের সম্পর্কের জের ধরে আলমের হাত ধরে ঘর ছাড়ে ওই কিশোরী। কিন্তু তার মা-বাবা ওই সম্পর্ক মেনে না নেয়ার কারণে থানায় এসে মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.