Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জমির আইল নিয়ে সংঘর্ষ, আহত ১০

জগন্নাথপুর প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামে জমির আইল ঠেলাঠালিকে কেন্দ্র করে  মঙ্গলবার দুই পক্ষের লোকজন মধ্যে সংঘর্ষে কমপক্ষ ১০ আহত হয়েছে। এরমধ্যে দুইজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, ওই গ্রামের কদ্দুছ মিয়া ও একই গ্রামের আনোয়ার মিয়ার মধ্যে স্থানীয় গ্রামের হাওরের ক্ষেতের আইল ঠেলাঠেলি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০জন আহত হন। আলিম মিয়া (৩০) ও কদ্দুছ মিয়া (৪৫)কে সিলেট ওসমানি হাসপাতালে রেফার্ড করা হয়।

স্থানীয় ইউপি সদস্য ফজলু মিয়া মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সংঘর্ষের বিষয়টি আমার জানা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.