Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে ভোগ্রহণের দায়িত্বরত কর্মকর্তাদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ আজ বুধবার (১৩ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।

জানা গেছে, নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা (পিটিআই) উদ্যোগে উপজেলা সদরের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গত মঙ্গলবার (১২ জানুয়ারি) থেকে প্রশিক্ষণ শুরু হয়।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে অংশ নেন ১৩ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৮০ জন সহকারি প্রজাইডিং কর্মকর্তা ও ১৫৮ জন পোলিং কর্মকর্তা।

প্রশিক্ষক হিসেবে দায়িত্বপালন করেছেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার, সুনামগঞ্জের সদরেরর নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায়, দক্ষিণ সুনামগঞ্জের নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, জামালগঞ্জের নির্বাচন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, দোয়ারাবাজারের নির্বাচন কর্মকর্তা সাইফুউদ্দিন, জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, বিশ্বম্বরপুর’র নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হক।

প্রশিক্ষণের শেষ দিনের কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.