Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৩০১ ভোট পেয়ে জামানত হারালেন বিএনপি প্রার্থী

কমলগঞ্জ প্রতিনিধি  |  ১৭ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে জামানত হারালেন বিএনপি মনোনীত প্রার্থী। দলীয় আভ্যন্তরীন কোন্দল থাকায় খেসারত দিতে হলো দলটিকে। প্রচুর সংখ্যক বিএনপি সমর্থক ভোটার থাকার পর ও ৩০১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন।

মেয়র পদে কমলগঞ্জে জয়লাভ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মো. জুয়েল আহমদ। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করা দুই প্রার্থী। বিএনপির প্রার্থী হয়েছে চতুর্থ। জুয়েল আহমদ নৌকায় ভোট পেয়েছেন ৫ হাজার ২৫৭টি। তিনি টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হেলাল মিয়ার জগ প্রতীকে ভোট পড়েছে ২ হাজার ৮০৬। ভোটের ব্যবধান দুই হাজার ৪৫১। তৃতীয় স্থানে থাকা আওয়ামী লীগের আরেক বিদ্রোহী আনোয়ার হোসেনের নারকেল গাছ প্রতীকে ভোট পড়েছে ২ হাজার ৭৮৭ ভোট। এই নির্বাচনে আওয়ামী লীগের ৩ জন প্রার্থী থাকায় জয় পাওয়ার আশা করছিলেন বিএনপির আবুল হোসেন। তবে তার ধানের শীষে ভোট পড়েছে মাত্র ৩০১টি। আইন অনুযায়ী প্রদত্ত ভোটের ১২ দশমিক ৫ শতাংশ ভোট কোনো প্রার্থী না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই হিসাবে জামানত হিসেবে নির্বাচন কমিশনকে জমা দেয়া অর্থ ফেরত পাবেন না বিএনপি’র ওই প্রার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.