Sylhet Today 24 PRINT

বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়না আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জানুয়ারী, ২০২১

সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়না আর নেই। রোববার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে নগরের নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন। ছেলে যুক্তরাজ্য প্রবাসী।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত জানান, নিজামউদ্দিন লস্কর গত ৮ জানুয়ারি ব্রেনস্ট্রোক করেন। এরপর তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে তিনি লাইফসাপোর্টে আছেন।

গত বৃহস্পতিবার লাইফসাপোর্ট খুলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। এরপর শুক্রবার তাকে নগরের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়। রোববার রাতে সেখানে তিনি মারা যান।

নিজাম উদ্দিন লস্কর কিডনির সমস্যাসহ আরও নানা জটিল রোগে ভূগছিলেন। তাকে নিয়মিত ডায়ালোসিস করাতে হতো।

নিজাম উদ্দিন লস্কর ময়না একাত্তরে মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে বীরোত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি সম্মুখ যুদ্ধে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। তিনি নাট্যকার, নির্দেশক, অনুবাদক এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে সিলেটে সুপরিচিত।







 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.