Sylhet Today 24 PRINT

চাউলধনী হাওর রক্ষায় বিশ্বনাথে কৃষকদের মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি |  ২১ জানুয়ারী, ২০২১

সিলেটের বিশ্বনাথের সর্ববৃহৎ চাউলধনী হাওর পাড়ের ২৫গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকরা ১০দফা দাবিতে আবারও মানববন্ধন কর্মর্সূচি পালন করেছেন। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্বনাথ উপজেলা সদরের বাসিয়া ব্রীজে চাউধনী হাওর রক্ষা পরিষদ ইউকে’র সহযোগীতায় এ মানববন্ধনের আয়োজন করে ‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন’ কমিটি। এর আগে ২০২০ সালের ২২ ডিসেম্বর চাউলধনী হাওরে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বুধবার মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন কৃষকরা। এসময় চাউলধনী হাওরের ইজারা বাতিল, সীমানা নির্ধারণ, বেড়িঁবাধ, প্রয়োজনীয় স্লুইচ গেইট নির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহার, ক্ষতিগ্রস্থ কৃষক, মৎস্যজীবি, খামারীদের ক্ষতিপূরণ আদায়, টেকসই হাওর উন্নয়ন, পানি ব্যবস্থাপনা ও ব্যবহারে শৃঙ্খলা আনয়নে প্রকল্প গ্রহণসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপিও দেন কৃষকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ইজারা বাতিলসহ ১০দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন’ কমিটির আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল মিয়ার পরচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এএইচএম ফিরোজ আলী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, আন্দোলন কমিটির যুগ্ম-আহবায়ক ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, আন্দোলন কমিটির যুগ্ম-আহবায়ক নজির উদ্দিন, সাবেক মেম্বার শামসুদ্দিন, ইউপি সদস্য ইরন মিয়া, শাহিন আহমদ তালুকদার, আনোয়ার হোসেন ধন মিয়া, বিএনপি নেতা আরব খান, মৌলভীরগাও গ্রামের মাওলানা ছমির উদ্দিন, নোয়াগাও গ্রামের আহমদ আলী, দৌলতপুর গ্রামের নজরুল ইসলাম আজাদ, আবু তাহের, রোহেল আহমদ কালু, রাসেল মিয়া, হাসনাজি গ্রামের জাহিদুল ইসলাম, পাড়ুয়া গ্রামের লুৎফুর রহমান, মীরগাও গ্রামের সাজ্জাদ আলী প্রমূখ।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উজাইজুরি গ্রামের নুরুল হক, আব্দুল মালিক, আব্দুল মজিদ মেম্বার, ইদ্রিছ আলী, মৌলভীরগাও গ্রামের মাহফুজুর রহমান, আনছার আলী, আতাউর রহমান, আব্দুল মতিন, মাহমদ আলী, মনির মিয়া, আব্দুস সোবহান, মীরেরগাও গ্রামের মুজিবুর রহমান, আওলাদ আলী, জাহেদ আলী, আব্দুল জলিল, ছুরত আলী, রোয়াব আলী, আব্দুল মুতলিব, আব্দুল মুমিন, নুরুল হক, মাওলানা বোরহান উদ্দিন, হোসন মিয়া, আশরাফ আলী, মানিক মিয়া, কালিটেকা গ্রামের লাল মিয়া, আব্দুল করিম, শফিক আলী, নিজাম উদ্দিন, চানপুর গ্রামের দরাছ মিয়া, আমির আলী, নোয়াব আলী, ধন মিয়া, আব্দুল ইসলাম, মনোফর আলী, মজম্মিল আলী, আকরম আলী, জগদীশপুরের আব্দুল কাদির, আব্দুল হাকিম, সাবিউর রহমান সাবুল, দশপাইকা গ্রামের ওয়াহাব আলী মেম্বার, সাবেক মেম্বার আকবর আলী, আব্দুল মতিন, গিয়াস উদ্দিন, বেলাল খান, মকদ্দুছ আলী, মশাহিদ আলী, মজম্মিল খান, নাসির আলী, ধনপুর গ্রামের হাজী আপ্তাব আলী, নজব আলী, আরব আলী, আবুল খয়ের, আব্দুল জাহির, এসপি সেবু, হাসনাজি গ্রামের আশিকুর রহমান, রজব আলী, মনফর আলী আবব্দুল্লাহ আল মামুন, আমির আলী, ছাদিক মিয়া, পাড়ুয়া গ্রামের হাজী সফিকুর রহমান, সাইফুল ইসলাম, শরিফ আলী, মখছির আলী, শামিম মিয়া, আমিনুর রহমান, আলী আহমদ, উত্তর দৌলতপুর গ্রামের হাজী আব্দুল আহাদ, মোস্তফা মিয়া, ফজলু মিয়া, ময়না মিয়া, লিটন মিয়া, কুতুব উদ্দিন, আমিনুর রহমান, রফিক আলী দৌলতপুর গ্রামের হাজী তাহির আলী, সাবেক মেম্বার আলী আকবর মিলন, চেরাগ আলী, মকবুল আলী, জবর আলী, তারিছ আলী, আনোয়ার মিয়া রেফারী, মোস্তফা মিয়া, রিপন মিয়া, রোহেল মিয়া, জামাল মিয়া, ছাদ মিয়া, এমরান আহমদ, মশরফ আলী, মহানন্দ সরকার, নুরুল ইসলাম, ইছবর আলী, ছুরত আলী, ছোরাব আলী, মতছির আলী, আব্দুর রহমান, ইউসুফ আলী, শাহিন মিয়া, বাবুল মিয়া, ইসমাইল হোসেন, মোক্তার আলী, জামাল আহমদ, আবু সালেহ, আবু খালেদ, নোয়াগাও গ্রামের এলখাছুর রহমান, নাসির উদ্দিন, রোশন আলী, সিরাজ উদ্দিন, আফাজ উদ্দিন, আক্তার হোসেন, চৈতননগর গ্রামের লিটন মিয়া, ফখরুল ইসলাম, নিজাম উদ্দিন, সালেহ আহমদ, রফিক উদ্দিন, লিপু মিয়া, লিয়াকত আলী, আব্দুল জলিল প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.