Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে সড়ক দখল করে দোকানপাট

কমলগঞ্জ প্রতিনিধি |  ২১ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে চলাচলের সড়ক দখল করে দোকান ও বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে সাজিয়ে ব্যবসা করছেন কিছু ব্যবসায়ীরা। এতে চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। ফলে বাজার করতে আসা মানুষজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বাজার করতে আশা কয়েকজন বলেন, ‘পৌর এলাকার সবচেয়ে বড় বাজার হলো ভানুগাছ বাজার। এ বাজারে স্থানীয় বাসিন্দা ছাড়াও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে কেনাকাটার জন্য প্রতিদিন অনেক নারী-পুরুষ, স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা আসেন। কিন্তু সবজি ও মাছের বাজারে চলাচলের রাস্তার ওপর দোকান বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি মহল। ফলে ময়লা-আবর্জনায় চরম দূর্গন্ধ ছড়াচ্ছে। এতে রোগের প্রকোপ ও ভোগান্তির দেখা দিয়েছে। ফলে করোনাকালীন সময়েও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। তাছাড়া, এনজিও চাকরি করা নারী কর্মীদেরও গাঁ ঘেষাঘেষি করে চলাচল করতে হচ্ছে।’

অভিযোগের বিষয়ে রাস্তায় দোকান নিয়ে বসা ব্যবসায়ী জানান, বাজার ইজারাদারকে নিয়মিত টাকা দিয়ে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভানুগাছ বাজারের ইজারাদার বলেন,‘রাস্তায় ব্যবসাপ্রতিষ্ঠান যাতে না বসে সেজন্য আমরা তাদের বলেছি।কিন্তু তারা কিছুতেই নিয়মের ভেতরে কাছ কাজ করছেন না। তারপরও বিষয়টি নিয়ে আমরা কথা বলব।’

ভানুগাছ বাজার পৌর বণিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম কিবরিয়া সফি বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরাও শিগগিরই একটি সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত সরেজমিন গিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.