Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২১ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারে কমলগঞ্জে ১৩ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতা প্রতিবন্ধী শিশুকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৬ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের জসমতপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার এক গ্রামে ১৩ বছরের প্রতিবন্ধী শিশুকে পাশের বাড়ির যুবক ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় শিশুটির মা ও বাবা ঘরে ছিলেন না। ঘটনার পর স্থানীয়রা চিকিৎসা ও সমঝোতার আশ্বাস দিয়ে কাউকে কোনো কিছু না বলার জন্য জানায়। পরে প্রতিবন্ধী শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে ৪ দিন পর গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুর বাবা সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে বাচ্চাদের লালন পালন করছি। কিন্তু কেনো যে আমার প্রতিবন্ধী মেয়ের সাথে এমন ঘটনা ঘটল। তার দৃষ্টান্তমূলক বিচার চাই। সরকার থেকে আমার এই প্রতিবন্ধী মেয়েটি ভাতাও পাচ্ছে।’

স্থানীয় রহিমপুর ইউপি সদস্য আলী আশরাফ চৌধুরী সেলিম জানান, আমি ও রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে ঘটনাটি জানার চেষ্টা করেছি। কেউ কিছু বলতে চাচ্ছে না। প্রতিবন্ধী শিশুটি সরকারি ভাতা পাচ্ছে। মেয়েটির কোনো শারীরিক সমস্যাও হতে পারে।

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী দত্ত কানুনগো জানান, সেক্সুয়াল এসল্ট নিয়ে প্রতিবন্ধী শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে একটি মেডিকেল টিম শিশুটির চিকিৎসা দিচ্ছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনও কেউ এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.