Sylhet Today 24 PRINT

রিকশা চলাচলের দাবিতে এবার পররাষ্ট্রমন্ত্রীর শরণাপন্ন ব্যবসায়ীরা

সিলেটের কোর্ট পয়েন্ট-চৌহাট্টা সড়কে

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জানুয়ারী, ২০২১

কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচলের দাবি এবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের শরণাপন্ন হয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার রাতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

রাতে নগরীর হাফিজ কমপ্লেক্সে এই স্মারকলিপি মন্ত্রীর হাতে হস্তান্তর করেন মহানগর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মো. নজরুল ইসলাম ও সদস্য সচিব কিবরিয়া হোসেন নিঝুম।

স্মারকলিপিতে বলা হয়, সিলেট মহানগরীর বাণিজ্যিক কেন্দ্রস্থল কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা এলাকায় রিক্সা চলাচল নিষিদ্ধ থাকার কারণে বিভিন্ন মার্কেট, শপিং মলে ক্রেতা-সাধারণ আসতে অসুবিধা হওয়ায় সব ধরনের ব্যবসা বাণিজ্যে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। এমনিতেই বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারীর কারণে ব্যবসায়ীরা কঠিন সময় অতিক্রম করছেন। এই অবস্থায় রিক্সা চলাচল বন্ধ করায় ব্যবসায়ীদের উপর ‘মরার উপর খড়ার ঘা’র অবস্থা। এই গুরুত্বপূর্ণ সড়কে রয়েছে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, ব্যাংক, বীমা, ক্লিনিক ও সংবাদপত্রের অফিসসহ অসংখ্য প্রতিষ্ঠান। এ সকল প্রতিষ্ঠানে নগরবাসীর বাসিন্দারা প্রতিনিয়ত রিকশাযোগে যাতায়াত করেন। সিলেট নগরীর অভিভাবক হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছে ব্যবসায়ীদের ক্ষতি ও জনসাধারণের চলাচলের অসুবিধার কথা বিবেচনা করে পূর্বের ন্যায় রিক্সা চলাচলের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক শেখ কবির আহমদ, মো. আলতাফ হোসেন, সাজুওয়ান আহমদ, মো. গোলাম কিবরিয়া মাসুক, মাসুদ হোসেন খান, মো. শাহীন আহমদ, সদস্য জুয়েল তালুকদার, রেদওয়ান আহমদ চৌধুরী, মো. বেলাল উদ্দিন, আব্দুল আহাদ ফটিক, আবু বক্কর টিটু, নাজিমুর রহমান রিপন, মো. রাহেল আহমদ, খয়রুল ইসলাম রাসেল, সাবুল মিয়া, মারুফ হোসেন, হাজী আব্দুস সোবহান, সাজু ইবনে হান্নান খান, ওলিউর রহমান, মো. জাকারিয়া, মোস্তাক আহমদ, ফরহাদ আহমদ, রায়হান আহমদ, রিয়াদ রহমান, মো. সুমন, কবির হোসেন খান, ওমর ফারুক, রফু মিয়া, শাহ কামাল, মো. তুরুণ মিয়া, রূপন খান, সুজন আহমদ, দুলাল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.