Sylhet Today 24 PRINT

ছাতকে ভূমি ও গৃহহীন ১০ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর

ছাতক প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০২১

মুজিববর্ষ উপলক্ষে ছাতকে ভূমি ও গৃহহীন ১০টি পরিবারকে জমিসহ পাকা ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন  কক্ষে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

সারাদেশে গৃহহীনদেরকে দেয়া ৬৯হাজার ৮শ ৪টি পাকা ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

এ সভায় ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে ছাতক উপজেলায়ও ১০টি গৃহহীন পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখের, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান।

এ সময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, পিআইও কেএম মাহবুব রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেনসহ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.