Sylhet Today 24 PRINT

ছাতকে ডাকাতি মামলায় ২ যুবক গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের ছাতকে খাবারের সাথে চেতনানাশক রাসায়নিক দ্রব্য মিশিয়ে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শহরের নোয়ারাই এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্ব নোয়ারাই এলাকার আজিজুর রহমানের পুত্র সাইফুর রহমান সাইফ ও একই এলাকার মৃত আলকাছ আলীর পুত্র সাইদুল ইসলাম।

বিজ্ঞাপন

ছাতক থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম’র নেতৃত্বে অভিযান চালিয়ে নোয়ারাই এলাকা তেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত,  গত ১০ জানুয়ারি রাতে খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে নোয়ারাই এলাকার মকবুলসহ তার পরিবারের লোকজনদের অচেতন করে নগদ ২৬ হাজার টাকা, ৭ ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ১৩ জানুয়ারি মকবুল হোসেনের পুত্র আতিকুর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা(নং-১৪) দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.