Sylhet Today 24 PRINT

২৮ জানুয়ারি থেকে সিলেটে শুরু হচ্ছে নারী উদ্যোক্তা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জানুয়ারী, ২০২১

২৮ জানুয়ারি থেকে সিলেটে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী “এসসিসিআই নারী উদ্যোক্তা সম্মেলন-২০২১”। নগরের নির্বানা ইন হোটেলে এ সম্মেলন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

এই সম্মেলন উপলক্স্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে সোমবার বিকেলে চেম্বার কনফারেন্স হলে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব।

সভায় চেম্বার সভাপতি বলেন, নারী উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা বৃদ্ধির মাধ্যমে নারী সমাজকে এগিয়ে নিতে সিলেট চেম্বার আগামী ২৮-৩০ জানুয়ারি মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইন-এ ৩ দিনব্যাপী “এসসিসিআই নারী উদ্যোক্তা সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। উক্ত সম্মেলনে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ছাড়াও নারীদের দক্ষতা বৃদ্ধিতে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, এ সম্মেলনকে সফল করে তুলতে সাংবাদিকগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। সম্মেলনের সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকা ও সংবাদ মাধ্যমে পরিবেশনের মাধ্যমে সাংবাদিকগণ নারী উদ্যোক্তাদের উৎসাহিতকরণে ভূমিকা রাখতে পারেন। তিনি জানান, সম্মেলনের বিভিন্ন ইভেন্টে পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি, পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির আহবায়ক সামিয়া বেগম চৌধুরী বলেন, দেশের জনসংখ্যার অধিকাংশই নারী। এ নারী সমাজকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির প্রস্তাবের প্রেক্ষিতে সম্মেলন আয়োজনে এগিয়ে আসার জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি সম্মেলনটি সুষ্ঠুভাবে আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।    

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, মাসুদ আহমদ চৌধুরী, মোঃ সাহিদুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান (জামিল), আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, প্রথম আলোর ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, বাসস সিলেট এর মকসুদ আহমদ মকসুদ, বিটিভি’র সিলেট প্রতিনিধি মুক্তাদির আহমদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শংকর দাস, সাংবাদিক শাহ দিদার আলম নোবেল, আতাউর রহমান আতা, বিলকিছ আক্তার সুমি, আব্দুল বাতিন ফয়ছল, সাকিব আহমেদ মিঠু, জহুরা ইসলাম নাজনীন, মোঃ দুলাল হোসেন, কাওছার আহমদ, মোঃ নুরুল ইসলাম, নারী উদ্যোক্তা উন্নয়ন সাব কমিটির যুগ্ম আহবায়ক হেলেন আহমেদ, মধুমিতা ইসলাম, সদস্য সাকেরা এস. জান্নাত, ফাতেমা জামান রোজি, ফরিদা আলম, আসমাউল হাসনা খান, দিবা খান, মাকসুরা জালাল, সানজিদা খানম, জাহানারা ইয়াসমিন, নূর বাহার মুন্নী, মাখনোনা আক্তার মিশু, পলি ইসলাম, নুরজাহান বেগম লাকি, রেশমা শারমিন জ্যোতি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.