Sylhet Today 24 PRINT

সিসিক মেয়রের সাথে যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জানুয়ারী, ২০২১

সিলেট সিটি করপোরেশনের মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেল। সাক্ষাতে বৃটেন ও সিলেটের নানা বিষয়ে আলোচনা হয়।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেল পৌনে চারটায় আসেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেল নগর ভবনে আসলে তাকে অভ্যর্থনা জানান সিসিক মেয়র সহ কর্মকর্তারা।

পরে সিসিক মেয়রের সাথে আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের সর্ম্পকের বিষয় উঠে আসে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সিলেট সিটি করপোরেশনের নানা পদক্ষেপ সম্পর্কে তুলে ধরেন সিসিক মেয়র। এদিকে বৃটেনের করোনা পরিস্থিত অবস্থাও বর্নণা করেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেল।

এছাড়া সিলেট সিটি করপোরেশনে উন্নয়ন সংস্থা ইউএনডিপির চলমান প্রকল্প নিয়েও আলোচনা হয়।

পরে সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার জাবেদ প্যাটেলকে সিলেটের ঐতিহ্যবাহি শীতল পাটি, চা ও ক্রেস্ট প্রদান করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, নির্বাহি ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস, হিসাবরক্ষন কর্মকর্তা আ ন ম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, এসেসর চন্দন দাশ, মেয়রের সহকারি একান্ত সচিব সুহেল আহমদ, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.