Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের দুই বিদ্রোহীকে সরে যাওয়ার অনুরোধ শফিক চৌধুরীর

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০২১

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুই বিদ্রোহীকে নির্বাচন থেকে সরে যাওয়ার অনুরোধ করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

তিনি বলেছেন, সত্যিকারের আওয়ামী লীগ যারা করে, বঙ্গবন্ধু আদর্শকে যারা বুকে লালন করে তারা কখনো নৌকার বিপক্ষে কাজ করবে না। গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, আমি তাদের অনুরোধ করবো তারা যেন নির্বাচন থেকে সরে গিয়ে নৌকার পক্ষে কাজ করে।

তিনি সোমবার রাত ৯টায় পৌর এলাকার কদম গাছেরতলস্থ নৌকার প্রধান কার্যালয়ে নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা মুক্তা খান।

এসময় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, মুবিন আহমদ জায়গীরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু , পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন ইরান, শাহাবুদ্দিন আহমদ, পৌর ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেইন সোহেল, মাজেদ শরীফ চৌধুরী, চয়ন চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু।

২০১৫ সালে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী বিজয়ী হন। ২০১৮ সালের ৩১মে সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করলে ১১ জুলাই মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। পরে একই বছরের ৩ অক্টোবর উপ-নির্বাচনে জয়লাভ করেন আওয়ামী বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল। এরআগে পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন জাকারিয়া আহমদ পাপলু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.