Sylhet Today 24 PRINT

সিলেটে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের পিপি মোসাহিদ আলী

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জানুয়ারী, ২০২১

সিলেটের মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহ মোসাহিদ আলী।

এরআগে তিনি ২০০৯ সাল থেকে সিলেট বিভাগীয় স্পেশাল জজ আদালতের স্পেশাল পিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ২৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবেও দায়িত্ব পালন করেন।

অ্যাডভোকেট মোসাহিদ আলী ১৯৬০ সালে সিলেটের বিশ্বনাথের বিশঘর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে সিলেটের এমসি কলেজ থেকে রসায়ন বিজ্ঞানে সম্মান ডিগ্রি অর্জন করেন।

১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৮৯ সালে সিলেট ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন।

এছাড়া ১৯৯৩ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.